মনের ঘরে দীর্ঘশ্বাসের বাসা স্বপ্ন দিয়েছিল বেঁচে থাকার আশা, খুঁজে পাইনি আজ ও স্বপ্নের সিঁড়ি তাই সব নীড়ে ভিড়াই তরী। আশা - হতাশায় দোল খায় মন, স্বপ্নকে করতে পারিনি আপন। ব্যর্থতার স্রোতে ভেসে যাই, সুখ হয়তো কপালে নাই। কেউ বুঝবে না স্বপ্ন হারানোর বেদনা কষ্ট গুলো তাই বুকে দেয় হানা। ভাঙ্গা মন আজ হয়ে যায় এলোমেলো তবু ও বলি এই বেশ আছি ভালো। কষ্ট বুকে নিয়ে সুখের অভিনয় করে যাওয়া এটাই বর্তমান জীবন্ত স্বপ্নের মৃতছায়া।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
sakil
খুঁজে পাইনি আজ ও স্বপ্নের সিঁড়ি
তাই সব নীড়ে ভিড়াই তরী।//কষ্ট বুকে নিয়ে সুখের অভিনয় করে যাওয়া
এটাই বর্তমান জীবন্ত স্বপ্নের মৃতছায়া। // বেশ ভালো লাগলো . আপনার লেখার হাত দেখছি বেশ পাকা . লিখতে থাকেন . একদিন অনেক ভালো করবেন , সেই শুভকামনা রইলো ...শাকিল
Muhammad Fazlul Amin Shohag
মনের ঘরে দীর্ঘশ্বাসের বাসা
স্বপ্ন দিয়েছিল বেঁচে থাকার আশা,
খুঁজে পাইনি আজ ও স্বপ্নের সিঁড়ি
তাই সব নীড়ে ভিড়াই তরী।
আশা - হতাশায় দোল খায় মন,
স্বপ্নকে করতে পারিনি আপন।
ব্যর্থতার স্রোতে ভেসে যাই,
সুখ হয়তো কপালে নাই।
কেউ বুঝবে না স্বপ্ন হারানোর বেদনা
কষ্ট গুলো তাই বুকে দেয় হানা।
ভাঙ্গা মন আজ হয়ে যায় এলোমেলো
তবু ও বলি এই বেশ আছি ভালো।
কষ্ট বুকে নিয়ে সুখের অভিনয় করে যাওয়া
এটাই বর্তমান জীবন্ত স্বপ্নের মৃতছায়া।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।